Islami Bank Field Officer Viva: ইসলামী ব্যাংক ফিল্ড অফিসার ভাইবা: Islami Bank Bangladesh PLC Career

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ফিল্ড অফিসার/ আরডিএস-২০২৩ এর নিয়োগের এডমিট কার্ড প্রকাশিত হয়েছে। যারা শর্টলিস্ট হয়েছেন, তাদেরকে মেসেজ করা হয়েছে।

আশা করা যায় উক্ত  নিয়োগে ১২০-১৫০ জন নিয়োগ পেতে পারে। সারা বাংলাদেশ থেকে  নিয়োগ দেয়া হবে। 



জবটি কেমন এবং কারা আবেদন করবেন:

প্রথমে বলে রাখছি এটি একটি এনজিও টাইপ জব। অফিসারকে সকাল ১০টার মধ্যে তার নিকটবর্তী কেন্দ্রে গিয়ে কিস্তি কালেকশন করতে হবে এবং দুপুর ১টা থেকে ২টার মধ্যে শাখায় এসে তা সর্টিং করে পোস্টিং করতে হবে, এবং বিকেলে ক্যাশ কাউন্টারে উক্ত টাকা জমা দিতে হবে। পোস্টিং যদি কোন উপজেলা বা গ্রামে হয় তাহলে সকাল ৯টায় কেন্দ্রে যেতে হবে। শহরাঞ্চে সাধারণত ১০টায় গেলে হয়, কারণ শহরে মানুষ একটু দেরীতে ঘুম থেকে উঠে।

Read more: Social Islami Bank PO viva preparation

একজন ফিল্ড অফিসার তার কেন্দ্রে গিয়ে গ্রাহক নির্বাচন থেকে আরম্ভ করে তাদের হিসাব খোলা, তাদের বিনিয়োগ দেয়া, বিনিয়োগ তার যথার্থ কাজে লাগিয়েছে কিনা তা মনিটর করা, কিস্তি ওভারডিউ হলে মামলা করা, কোর্টে হাজিরা সহ যাবতীয় কাজ করতে হয়। তাকে অত্যন্ত দক্ষতার সাথে পাবলিক হ্যান্ডেল করতে হয়, এবং সবসময় মাথা ঠান্ডা রেখে নিজের উপর আরোপিত দ্বায়িত্ব পালন করতে হয়।

আপনার যদি দেয়ালে পিঠ ঠেকে যায়, বা বয়স আর যদি ৬-৮ মাসের মধ্যে থাকে তাহলে পরীক্ষা দিন, অন্যথায় আপনি অন্য জবের চেষ্টা করুন। 

সুযোগসুবিধা কেমন:

বাংলাদেশের গ্রামীণ, ব্রাক, আশা বা অন্যান্য এনজিওর তুলনায় এই জবটি হাজারগুণ ভালো। আপনি জবটিতে শতভাগ নিশ্চয়তা পাবেন। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর আরডিএস নামক এই কার্যক্রম সারা বাংলাদেশে প্রথম স্থানে রয়েছে, তাদের বিনিয়োগ ও বেনিফিসিয়ারি বাংলাদেশের অন্যান্য মাইক্রোক্রেডিট অর্গানাইজেশন এর চেয়ে অনেকগুণ  বেশি।

একজন ফিল্ড অফিসার শুরুতে ৬ মাসের শিক্ষানবিশে থাকবেন, তখন বেতন ২১০০০-২২০০০ টাকা হবে। ৬ মাস পর তিনি ফিল্ড অফিসার পদে স্থায়িত্ব লাভ করবেন। ফিল্ড অফিসারের বেতন ২৬০০০-২৭০০০ টাকা।  প্রতি ২ বছর পর পর প্রমোশন আছে, যদিও বর্তমানে এখানে  প্রমোশন খুবই স্লো। 

অন্যান্য সুবিধাদি:

আরডিএস এর বেতন কাঠামো ও মেইনস্ট্রিমের বেতন কাঠামো সম্পূর্ণ আলাদা। তবে অন্যন্য সুবিধা একই রকম। দুই ঈদে বেসিকের সমান ঈদ বোনাস, বছরে ব্যাংকের দেয়া ইনসেন্টিভ ও বেসিকের ২০% বৈশাখী ভাতা দেয়া হয়। এছাড়াও কেউ যদি মোটর সাইকেল ব্যাবহার করেন, তাকে প্রতিমাসে ২৫০০ টাকা দেয়া হয়।

কি কি পড়বেন?

পরীক্ষা এমসিকিউ হয়। ৩য় ও ৪র্থ শ্রেণির জব টাইপস প্রশ্ন হয়। বিগত সব প্রশ্ন পড়ে যান, অনেক রিপিট হয়। বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন হয়। তবে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর আরডিএস সম্পর্কে সকল তথ্যাদি জেনে যাবেন।

অন্য কোন তথ্য জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন।

Post a Comment (0)
Previous Post Next Post